কাঁকসা: রণডিহায় সেচ খাল থেকে উদ্ধার হওয়া যুবকের দেহ আজ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠালো পুলিশ
রণডিহা থেকে উদ্ধার হওয়া দেহ আজ দুপুর ১২টা নাগাদ আসানসোল জেলা হাসপাতালের মর্গে পাঠালো পুলিশ।জানা গেছে রবিবার সন্ধ্যায় রণডিহা এলাকায় সেচ খালের জল থেকে চাকতেঁতুল এর বাসিন্দা গৌতম বাগদির দেহ উদ্ধার করে বুদবুদ থানার পুলিশ।দেহ উদ্ধার করে থানায় যাওয়ার পথে দেহ আটকে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা।ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।পরিবারের পক্ষ থেকে তাকে খুনের অভিযোগ তোলা হয়।শরীরে পাথর বেঁধে তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল হলে অভিযোগ।গত মাসের ২৪ তারিখ থেকে সে নিখোঁজ