ইংরেজবাজার: অতুল চন্দ্র মার্কেটে আরএসপি ভবনে অনুষ্ঠিত হলো সারা বাংলা পেনশনারস এসোসিয়েশনের সম্মেলন
অবিলম্বে কেন্দ্রীয় হারে প্রাপ্ত ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে সহ সাত দফা দাবি নিয়ে জেলা সম্মেলন অনুষ্ঠিত হল সারা বাংলা পেনশনারস অ্যাসোসিয়েশন মালদা জেলা কমিটির। বুধবার দুপুরে মালদা শহরের অতুল চন্দ্র মার্কেট এলাকায় আরএসপি ভবনে আয়োজন করা হয়েছিল এই পঞ্চম জেলা সম্মেলনের। এদিনের সম্মেলনে রাজ্য এবং জেলা নেতৃত্বে উপস্থিত ছিলেন।