ভগবানপুর ১: বিরোধী দলনেতা আসার পূর্বে তার ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,আজ ভগবানপুরে অভিযোগBJP নেতা শঙ্কুদেব পণ্ডা
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ব্লকের বিভিষনপুরে বসুন্ধরা ওয়েল ফেয়ার ট্রাস্টের সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে আজ সন্ধ্যায় উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেচ্ছা জানাতে কমিটির তরফে রাস্তা বিভিন্ন জায়গায় তার ছবি দেওয়া ফ্লেক্স দিয়েছে। সেই ফ্লেক্স কেউ রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলায় ক্ষুব্ধ স্থানীয় BJP নেতৃত্ব। এক সাক্ষাৎকারে BJP নেতা শঙ্কুদেব পণ্ডা বলেন তৃণমূলকংগ্রেসের নেতারা শুভেন্দু অদিকারী কে ভয় পে