কাঁকসা: ৫৫৬ তম গুরু নানক জন্ম জয়ন্তী উপক্ষয়ে পানাগড় বাজারের গুরুদুয়ারে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান,সকলের জন্য খোলা হয় লংগর
বুধবার ৫ই নভেম্বর ছিল শিখ ধর্মের ধর্মগুরু গুরু নানকের জন্ম জয়ন্তী।৫৫৬ তম গুরু নাননের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে বুধবার পানাগড় বাজারের গুরু দুয়ারে সকাল থেকেই শুরু হয় ধর্মীয় অনুষ্ঠান।অনুষ্ঠানে এদিন পানাগড় বাজার সহ আশেপাশের শিখ ধর্মের মানুষরা ছাড়াও অন্যান্য ধর্মের মানুষরাও যোগদান করেছিলেন।এদিন গুরুদুয়ারে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সকল মানুষের জন্য খোলা হয় লঙ্গর।যেখানে কয়েক হাজার মানুষ বসে গুরু নানকের প্রসাদ গ্রহণ করেন।