বিনপুর ২: SIR নিয়ে মালাবতীতে বিশেষ আলোচনা সভা তৃনমূলের, উপস্থিত তৃনমূলের যুব সভাপতি
SIR নিয়ে বিশেষ আলোচনা সভা তৃনমূলের। বুধবার সন্ধ্যা আনুমানিক ৭ টা নাগাদ বিনপুর 2 ব্লকের কাঁকো অঞ্চলের মালাবতীতে হয় এই বিশেষ আলোচনা সভা। বিনপুর 2 ব্লক যুব তৃনমূলের সভাপতি রাজীব মুর্মুর নেতৃত্বে BLA 2 দের নিয়ে এই বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোটারদের সচেতন করা, এস আই আর ফর্ম পূরণ করতে সাহায্য করা সহ একাধিক বিষয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। উপস্থিত ছিলেন বিনপুর 2 ব্লক যুব তৃনমূলের সভাপতি রাজীব মুর্মু।