কাঁথি ৩: কামারদা সংসদে একটি ঢালাই রাস্তার নির্মাণের আজ সূচনা করেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি, সভাপতি বিকাশ চন্দ্র বেজ
পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি ৩ নং ব্লকের লাউদা অঞ্চলের কামারদা সংসদে ২৫,০০০০০/- টাকা ব্যয়ে একটি ঢালাই রাস্তার নির্যামমনেশুভ উদ্বোধন করে বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি, অশোক কুমার প্রধান কৃষি কর্মাধ্যক্ষ কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি ও অন্যান্য ব্যক্তিবর্গ