ধনিয়াখালি: রাজ্যে ফের এস আই আর আতঙ্কে মৃত্যু হল ধনিয়াখালির এক মহিলার
রাজ্যে ফের এস আই আর আতঙ্কে মৃত্যু হল ধনিয়াখালির এক মহিলার। আজ সোমবার বৈকাল পাঁচটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় ধনিয়াখালি সোমসপুর ২ গ্রাম পঞ্চায়েতের কানানদী এলাকার বাসিন্দা বছর ২৭ এর আশা শরেন এস আই আর এর প্রয়োজনীয় নথি না থাকায় আতঙ্কে ভুগছিলেন। তার থেকেই গত শনিবার ছয় বছরের সন্তান কে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। পরিবার সূত্রে জানা যায় আশার বিয়ে হয়েছিল প্রায় বছর আটেক আগে,,