খানাকুল ১: ঘুড়ির সুতোয় গলা কেটে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির,দেহ মুক্তারপুর এলাকায় বাড়ি পৌঁছাতেই কান্নায় ভেঙে পরে পরিবার
ঘুড়ির সুতোয় গলা কেটে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির।ঘটনাটি ঘটে শনিবার গোঘাটের দামোদরপুর সংলগ্ন এলাকায়।জানা যায়,নিমন্ত্রণ সেরে বাইক চালিয়ে গোঘাটের মুক্তারপুরে তার বাড়ি ফিরছিলেন চন্দন দলুই।হটাৎ তার গলায় রাস্তায় পড়ে থাকা ঘুড়ির সুতো জড়িয়ে যায়।বাইক থামানোর আগেই গলা কেটে যায় তার।স্থানীয়রা আরামবাগ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়।রবিবার দেহ পৌঁছায় ব্যক্তির বাড়িতে।দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পরে পরিবার।শোকের ছায়া নামে এলাকায়।