ঝাড়গ্রাম: ভূলকা গ্রামে গরু চুরি করতে এসে গ্রামবাসী ও লালগড় থানার পুলিশের হাতে ধরা পড়লো চোর, উদ্ধার ২টি গরু
মঙ্গলবার ভোর রাতে লালগড় থানার ভূলকা গ্রামে গরু চুরি করতে এসে গ্রামবাসী ও লালগড় থানার পুলিশের হাতে ধরা পড়লো চোর। জানা গেছে গাড়িতে করে গরু চুরি করে পালানোর সময় গ্রামবাসী ও পুলিশের হাতেনাতে ধরা পড়ে গাড়ি চালক। অভিযুক্ত গাড়ির চালকের নাম প্রভাস বিশুই। বাড়ি কোতোয়ালি থানার আবাস গ্রামে। বুধবার দুপুরে অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে লালগড় থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে লালগড় থানার পুলিশ।