কৃষ্ণনগর ১: ভাতজাংলা এলাকায় একটি বাড়ির ভেতর থেকে উদ্ধার এক বিষধর চন্দ্রবোড়া সাপ
বুধবার একটি বাড়ির ভিতর থেকে উদ্ধার এক বিশাল আকার বিষধর চন্দ্রবোড়া সাপ।বুধবার ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার অন্তর্গত ভাতজাংলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন এক ব্যক্তির বাড়িতে একটি বিশাল আকার বিষধর চন্দ্রবোড়া সাপ ঘোরাঘুরি করতে দেখেন পরিবারের সদস্যরা সাথে সাথে এলাকার এক সর্প প্রেমীকে খবর দিলে ওই ব্যক্তি এসে সাপটিকে উদ্ধার করে একটি নিরাপদ স্থানে ছেড়ে দেন।