বিনপুর ১: তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বৈতা ৫ নং অঞ্চলের যুব নেতা
তৃনমূলে ভাঙ্গন বিজেপিতে যোগদান করলেন অঞ্চল তৃনমূলের যুব নেতা।তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বিনপুর ১ ব্লক অর্থাৎ লালগড় ব্লকের বৈতা ৫ নং অঞ্চলের যুব নেতা শম্ভু গিরি। সোমবার বিকেল নাগাদ জেলা বিজেপির কার্যালয়ে জেলা সভাপতি তুফান মাহাতর হাত ধরে বিজেপিতে যোগদান করেন শম্ভু গিরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে অনুপ্রাণিত হয়ে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম জানান শম্ভু গিরি।