কাঁকসা: দীর্ঘ কয়েক দশক পর কাঁকসায় ফিরলো ম্যাজিক শো, মোল্লাপাড়ায় অনুষ্ঠানের সূচনা করেন সমিতির কর্মাধক্ষ পিরু খান
দীর্ঘ কয়েক দশক পর কাঁকসায় ফিরলো ম্যাজিক শো।একসময় কাঁকসায় স্কুলে বা মেলায় এই ম্যাজিক শো দেখতে কচি কাচা দের বেশ ভিড় জমত।তবে ম্যাজিক শো দেখতে বড় দের ভিড় ও কম হতো না।টুপির ভিতর থেকে খরগোশ বা পায়রা বেরোলে আর লাল ফুল নীল করে দেখালেই পড়তো হাততালি।তবে বর্তমান যুগে ছোটছোট শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে পড়েছে।ছোট থেকেই শিশুদের হাতে মোবাইল না দিলে শুরু হয়ে যায় কান্না।শিশুদের এই মোবাইলের আসক্তি দূর করতেই কাঁকসার মোল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের সদস্যরা উদ্যোগ।