ছাতনা: সাপে কামড়ে মৃত্যু এক কিশোরের, ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ বাসিন্দাদের, তদন্তে স্বাস্থ্য দপ্তর
ধানজমিতে সাপে ছোবল খায় ১২ বছরের সন্দীপ রানা। সে নিজেই সাইকেল চালিয়ে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সব জানালেও অভিযোগ, তাঁরা চিকিৎসা না করে বাড়ি পাঠিয়ে দেন। পরে পরিবারের লোকেরা আবার হাসপাতালে নিয়ে গেলে অ্যান্টিভেনাম না দিয়ে তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখানে একদিন ভর্তি থাকার পর তাঁর মৃত্যু হয়