মানিকচক: SIR নিয়ে মানুষের ভয় আতঙ্ক দূর করতে চৌকি এলাকায় পৌছলে কংগ্রেসের নেতৃত্বরা
সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মানুষের মধ্যে কোনভাবেই যাতে এসআইআর নিয়ে ভয় আতঙ্ক না থাকে সে বিষয়কে কেন্দ্র করে ওই এলাকাগুলোতে পৌঁছচ্ছে কংগ্রেস নেতৃত্ব। মানিকচক ব্লকের চৌকি এলাকার গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলতে এস আই আর সম্পর্কে যাবতীয় সচেতন সতর্ক বার্তা পৌঁছে দিতে পৌঁছে যান ব্লক কংগ্রেস নেতারা। সকলের ক্ষেত্রে একই নিয়ম-নীতি রয়েছে, তাই কোন রকম গুজবে কান দিয়ে আতঙ্ক না ছড়িয়ে পড়ে এলাকায় সে বিষয়ে বার্তা রাখা হয়। সকলেই প্রয়োজনীয় ফরম পূরণ করার বার্তা।